Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাগুরার শালিখায় চার কেজি ওজনের নতুন জাতের আম উদ্ভাবন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে উপজেলার শতখালী গ্রামের আল-আমিন নার্সারির মালিক আতিয়ার রহমান মোল্লা।
বিস্তারিত

মাগুরার শালিখায় চার কেজি ওজনের নতুন জাতের আম উদ্ভাবন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে উপজেলার শতখালী গ্রামের আল-আমিন নার্সারির মালিক আতিয়ার রহমান মোল্লা।

 

 

নার্সারিতে গিয়ে দেখা গেছে একটি আম গাছে ১১টি আম ধরেছে। সবচেয়ে বড় আমটি লম্বায় ১৩ ইঞ্চি, বেড় ১৮ ইঞ্চি। এর ওজন চার কেজি। আতিয়ার রহমানের কাছ থেকে জানা গেছে তার প্রতিবেশী ইব্রাহীম হোসেন ছয় বছর আগে ব্রুনাই থেকে আমের একটি শায়ন ডাল এনে তার বাড়ির আম গাছে কলম দেয়। দুই বছর পর সেই গাছে দেড় কেজি ওজনের কয়েকটি আম ধরে।

সেখান থেকে একটি শায়ন ডাল এনে তিনি নিজের নার্সারিতে একটি ফজলী আমের গাছের সঙ্গে কলম দেন। গত বছর ওই গাছে দুই কেজি ওজনের পাঁচটি আম ধরে। এতে তিনি আরো উৎসাহিত হয়ে আম গাছের ব্যাপক পরিচর্যা শুরু করেন। এতে তিনি আশাতীত ফল লাভ করেন। এবার গাছে ১১টি আম ধরেছে। প্রতিটির ওজন চার কেজি মতো হবে।

 

 

আমগুলো চলতি শ্রাবন মাসের শেষ দিকে পাকবে বলে জানান তিনি। তার পারিবারিক পদবী মোল্যা ও ইব্রাহীমের কন্যা ইয়াসমিনের নামে নতুন জাতের আমের নাম রাখেন ‘মোল্যা-১ ইয়াসমিন’।

 

এদিকে এই ‘নতুন জাতের’ আম উদ্ভাবনের সংবাদ ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন এই আম দেখতে আল-আমিন নার্সার্রীতে প্রচুর লোকের সমাগম হচ্ছে।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/02/2018
আর্কাইভ তারিখ
28/02/2018