Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

রক্ত দিন জীবন বাঁচান

একজন ব্যক্তির প্রয়োজনে রক্ত দেয়া একটি মহৎ কাজ। সচেতনতার অভাবে এবং কিছু ভুল ধারণার কারণে আমরা অনেকেই রক্তদানের মতো মহৎ কাজ এবং দুর্লভ সুযোগ থেকে নিজেদের বঞ্চিত করছি প্রতিনিয়ত। অথচ সুস্থ্য প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে আমরা প্রতি ১২০ দিন পর কোন রকম শারীরিক ক্ষতি ছাড়াই রক্ত দিয়ে একজন মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রাখতে পারি। নিয়মিত ব্যবধানে ভেঙ্গে যাওয়া রক্তকণিকা আমাদের শরীরে কোন কাজে আসে না অথচ এই রক্ত অন্যকে দিলে তার জন্য তা হতে পারে অমূল্য।

 

আর যেন একজন মানুষও রক্তের অভাবে মারা না যায় সেই জন্য স্বেচ্ছায় রক্তদাতাগণের একটি ডাটাবেজ তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা শালিখা উপজেলার ওয়েবপোর্টাল shalikha.magura.gov.bd -এ মেইন মেনুতে  "স্বেচ্ছায় রক্ত দান" নামে থাকবে। এখান থেকে যে কেউ জরুরী প্রয়োজনে রক্তদাতার সন্ধান পাবে এবং যোগাযোগ করতে পারবে

 

১) স্বেচ্ছায় রক্তদানকারীদের তালিকা

২) স্বেচ্ছায় রক্তদানে আগ্রহীদের তালিকা

 

ছবি


সংযুক্তি

স্বেচ্ছায় রক্তদানকারীদের তালিকা স্বেচ্ছায় রক্তদানকারীদের তালিকা


সংযুক্তি (একাধিক)

স্বেচ্ছায় রক্তদানে আগহীদের তালিকা স্বেচ্ছায় রক্তদানে আগহীদের তালিকা