Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

পটভূমি

কথিত আছে এক সময়ে এই অঞ্চলে প্রচুর পরিমানে শালি ধান জন্মাইত বলিয়া সুলতান শেরশাহের লোকজন শেরশাহ সড়ক তৈরী করার সময়ে এই অঞ্চলের শালি ধানের চিড়া খাইয়া পরিতৃপ্ত হন। তাহারা শালি ধানের সার্বজনীনতা প্রকাশের লক্ষ্যে এলাকার নাম রাখেন "শালিখা" মতান্তরে অনেকে বলেন এক সময়ে এ অঞ্চলে অগনিত শালিক পাখি ভীড় জমাইত, শালিখে ধান খাইয়া যাইত সুবাদে নাম হইয়াছে "শালিখা" তবে প্রথমোক্ত মত অধিক গ্রহনযোগ্য।