শালিখার বরইচরায় লক্ষ্মী পূজার বিশাল মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শালিখা উপজেলার বরইচরা লক্ষ্মী পূজা কমিটি ফটকী নদীর তীরে শত বছরের প্রাচীন লক্ষ্মী পূজা ও মেলার আয়োজন করেন। হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে। এছাড়াও বিকালে ফটকি নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে নদীর দুই পাশে নানা বয়সী শত শত নারী পুরুষ দর্শনার্থীর সমাগম ঘটে।
এ উপলক্ষে বরইচরা অভয়চরন মাধ্যমিক বিদ্যালয মাঠে বিশাল মেলা বসে। বিকাল থেকে শুরু হওয়া মেলা চলে গভীর রাত পর্যন্ত।
মেলায় নাগরদোলা, জিলাপীসহ নানা প্রকারের মিষ্টি, বাঁশ ও বেতের সামগ্রী, প্লাষ্টিক সামগ্রী, গৃহসামগ্রী, কসমেটিকস, মাছসহ নানা ধরনের পন্য উঠেছিল বিক্রির জন্য। হাজার হাজার নারী পুরুষের সমাগম মেলাটি মিলন মেলায় পরিণত হয়। প্রতিবছর লক্ষ্মী পূজার দিনে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রায় শত বছর ধরে এই পূজা ও মেলা অনুষ্টিত হয়ে আসছে।